পিচ ঢালা এই পথটারে ভালবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতোই দেখেছি
আরে গোলক ধাঁধার চক্করে ততোই পড়েছি
সারি সারি জনতার এই যে ভিড়ে
কেউ তো কারও পানে দেখ চায় না ফিরে
তাই তো আমি ভাই
এই হাতটাকে চালাই
এপার ওপাড় করে শুধু পালিয়ে বেড়াই
আরে দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
ছোট ছোট মানুষের অন্ন করে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই
আরে নাই যে কোন ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই
গান: পিচ ঢালা এই পথটারে
শিল্পী: আব্দুল জব্বার
ছায়াছবি: পিচ ঢালা পথ
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতোই দেখেছি
আরে গোলক ধাঁধার চক্করে ততোই পড়েছি
সারি সারি জনতার এই যে ভিড়ে
কেউ তো কারও পানে দেখ চায় না ফিরে
তাই তো আমি ভাই
এই হাতটাকে চালাই
এপার ওপাড় করে শুধু পালিয়ে বেড়াই
আরে দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
ছোট ছোট মানুষের অন্ন করে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই
আরে নাই যে কোন ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই
গান: পিচ ঢালা এই পথটারে
শিল্পী: আব্দুল জব্বার
ছায়াছবি: পিচ ঢালা পথ
No comments:
Post a Comment
Thank You........ For your feedback