For Test transmissions now play a Radio from online

নারী স্বাধীনতা

আশ্চর্য দর্শন এই যে, মহিলা যখনবিমানে বিমানবালা হয়ে মানুষের সেবা করে,তাদের সামনে ট্রে সাজিয়ে \ পরিবেশনকরে এবং তাদের কামাসক্ত দৃষ্টিতে বিদ্ধ হয়তখন তা হয় ‘স্বাধীনতা’।

পক্ষান্তরে সে যদি নিজের ঘরে নিজের জন্য,স্বামী ও সন্তানের জন্য, পিতামাতার জন্য খাবার রান্না করে তাহলে তাপরাধীনতা।
এইআশ্চর্য দর্শনে নারীকে ভুলিয়ে বণিকসমপ্রদায় তাকে ব্যবহার করেছে বাণিজ্যিকস্বার্থে।
তাকে বানানো হয়েছে প্রদর্শনীরবস্তু।
সেলসগার্ল দরকারতো মহিলা হতে হবে, পণ্য বিক্রিরপ্রয়োজন তো মহিলারই বিক্রি করতে হবে।
যেন তার রূপ- সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষপণ্য ক্রয় করে।
তার প্রতিটি অঙ্গখোলা বাজারের পণ্যে পরিণত হয়েছে।
এমনকোনো বিজ্ঞাপন পাওয়া যাবে না,যাতে নারীর ছবি নেই।
নারীকে পণ্যবানিয়ে নিজেরা অর্থ উপার্জন করছে।
এর নাম দিয়েছে নারী স্বাধীনতা
হায়রে দুনিয়া ........

No comments:

Post a Comment

Thank You........ For your feedback

Free counters!

Search This Blog