গতকাল চাপাইনবাবগঞ্জে বি.এস.এফ ( ভারতীয় সীমান্তরক্ষী দানব ) এক বাংলাদেশিকে গুলি করে বা উলঙ্গ করে বেধরক পিটিয়ে হত্যা করে ।। জানা যায়, নিহত আব্দুল 'খ' উমক ইউনিয়নের তোমক গ্রামের বাসিন্দা ।। হত্যাকাণ্ড সম্পর্কে বি.এস.এফ জানায় নিজেদের আত্মরক্ষার্থেই তারা গুলি চালাতে বাধ্য হয়; বাংলাদেশী গরু ব্যবসায়ী বি.এস.এফের উপর অতর্কিত হামলা চালায় বলেও বি.এস.এফ উল্লেখ করে ।। আর বি.জি.বি'র ( বাংলাদেশের সীমান্তরক্ষী যাদেরকে প্রশিক্ষণের সময় বন্দুকের ট্রিগার চালানো শিখানো হয় নি ) পক্ষ থেকেও ঘটনার সত্যতা জানা যায় ।। বিজিবি'র ওই অঞ্চলের প্রধান জানান আমরা ইতোমধ্যেই বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সাড়া পাইনি ।।
উপরের রিপোর্টি এডমিনের বানানো হলেও এটাই হচ্ছে প্রত্যেকটি সীমান্ত হত্যার আগের,পিছনের ও মাঝের কথা ।। এভাবেই চলছিল, চলছে, চলতে থাকবে !! বিএসএফ এই হত্যাকাণ্ড ততদিন বন্ধ করবে না যেদিন থেকে না আমাদের বিজিবিও পাল্টা গুলি চালাবে ।। পতাকা নিজের মতই উড়ে যাচ্ছে, এর দোলা কারো জীবন প্রদীপ জ্বালানোর উপকরণ হবে তা আশা করা মি.বিনের চরিত্রেই মানায় স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর না ।।
উপরের রিপোর্টি এডমিনের বানানো হলেও এটাই হচ্ছে প্রত্যেকটি সীমান্ত হত্যার আগের,পিছনের ও মাঝের কথা ।। এভাবেই চলছিল, চলছে, চলতে থাকবে !! বিএসএফ এই হত্যাকাণ্ড ততদিন বন্ধ করবে না যেদিন থেকে না আমাদের বিজিবিও পাল্টা গুলি চালাবে ।। পতাকা নিজের মতই উড়ে যাচ্ছে, এর দোলা কারো জীবন প্রদীপ জ্বালানোর উপকরণ হবে তা আশা করা মি.বিনের চরিত্রেই মানায় স্বাধীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর না ।।
No comments:
Post a Comment
Thank You........ For your feedback