For Test transmissions now play a Radio from online

আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান

পৃথিবীর বুকে কিছু আবাল মার্কা বুদ্ধিজীবী বিদ্যমান. যাহার কথা না বুঝিয়া ছাগলের মতো ম্যা ম্যা করে.
এই সব আবালগোত্রীয় লোকজন এর সাথে কথা বলিলে মেজাজ খারাপ হওয়া ছাড়া আর কিছুই হয় না.....
ইহারা জানে কম ম্যা ম্যা করে বেশি.
সন্ধার পর এমনি এক বুদ্ধিজীবী এর সহিত কথা বলিয়া আমার মগজ এখনো আগুন ওয়ালা চুলার উপর রাখা তেলের মতো টগবগিয়ে ফুটিতেছে. ইহার নিজেদের যে কি মনে করে সেটা তাহারাই ভালো জানে.
আরে ভাই কথা বলার আগে ভালো কইরা জাইনা তারপর বল.
তর্ক করতে চাইলে আগে যুক্তি উপস্থাপন কর. না জাইনা হাসের মতো প্যাক প্যাক করিস না.
এই সব লোকেদের উদ্দেশ্যেই মনে হয় কবি বলেছেন
"না জেনে করিয়ো না বাবা প্যাক প্যাক
ধরা খাবা বাছাধন এমন
জায়গায় থাকবে না পিঠের ব্যাক পার্ট"

No comments:

Post a Comment

Thank You........ For your feedback

Free counters!

Search This Blog