আজ বিকেলে একজনের পীড়াপিড়িতে বাণিজ্য মেলায় গেলাম। ভালোই শান্ত পরিবেশ ছিলো প্রথম দিন হিসেবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হচ্ছিলো মেলার একপাশে আগুন লেগেছে।সবাই দৌড়ে আগুনের দিকে ছুটছিলো। আনন্দ পাচ্ছিলাম যেখানে মানুষ আগুন দেখে দৌড়ে পালায় সেখানে আগুনের দিকে ছুটে যাওয়া ভালো লক্ষণ। কল্পনা করছিলাম আগের দিনে গ্রামে কোথাও আগুন লাগলে সবাই কিছু না কিছু দিয়ে আগুন থামানোর চেষ্টা করে।কিন্ত শহরে তো এখন সবাই উঠপাখি।এই আগুনের দিকে দৌড়ে যেতে দেখে ভেবেছিলাম সবাই বুঝি মানুষ হতে যাচ্ছে কিন্তু ঘটলো ঠিক উল্টো।সবার সাথে আমি দৌড়ে গিয়ে দেখলাম যার যার দাবী ফোন বের করে ভিডিও করছে আগুনের দৃশ্য। ওই পাশে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব। হঠাৎ মনে পড়লো বিশ্বজিতের কথা। আমাদের বিশ্বজিতকে যখন বদমাশের দল মেরে ফেলছিলো তখনো আমরা বোকাচোদার মতো ভিডিও করেছিলাম... যাক তাহলে বাংলাদেশ বুঝি ডিজিটাল হচ্ছে।...
জয়তু ডিজিটাল বাংলাদেশ..
জয়তু ডিজিটাল বাংলাদেশ..
No comments:
Post a Comment
Thank You........ For your feedback