For Test transmissions now play a Radio from online

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন

শাহবাগে তারুণ্যের যে স্বপ্ন তার প্রতি পূর্ণ সমর্থন রেখেই বলছি, কোনো রাজনৈতিক দলকেই ফায়দা লুটতে দিবেন না সেটা যেই দলই হোক। গত নির্বাচনে তরুণ প্রজন্ম এই সরকারকে ভোট দিয়েছিলো আজকের শাহবাগ চত্তর তৈরী হওয়ার জন্য নয়, তারা ভোট দিয়েছিলো কারণ আওয়ামিলীগ নির্বচনী অঙ্গীকার ( ১৯৯৬ সালেও করেছিলো ) করেছিলো রাজাকার এবং তার দোষরদের বিচার কাজ সম্পন্ন করবে, বিচারের নামে আতাত করে রায় কিংবা এটাকে নিয়ে নাটক বানানোর জন্য নয়। আর ঐদিকে বিএনপি তো রাজাকারদের ডান হাত- বাম হাত যারা প্রকাশ্যে রাজাকার দের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলো।

সবমিলিয়ে এই রাজনৈতিক দলগুলো বারবার আপনার স্বপ্ন নিয়ে খেলা করে, রাজনীতি করে, এবং পরিশেষে ধোকা দেয়। সামনের নির্বাচন , তাই তাদের আবার একটি শুধু ইস্যু দরকার যা দিয়ে তারা তরুণদের ভুলিয়ে দেবে ভুলিয়া দেবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী , শেয়ার বাজারে সব লুট হয়ে যাবার হাহাকার, ভুলিয়ে দেবে সাগর রুনির সন্তান মেঘের বেদনা, ভুলিয়ে দেবে বিশ্বজিতের লাশের নির্বাক দৃষ্টি, ভুলিয়ে দেবে ইলিয়াস আলীর মেয়েটির কান্না, ভুলিয়ে দিবে আহসান উল্লাহ মাষ্টার, কিবরিয়া হত্যার হত্যাকারীদের বিচার, ভুলিয়ে দেবে হলমার্কের কোটি কোটি টাকার দূর্নীতি, ভুলিয়ে দেবে পদ্মা সেতুর ভয়াবহ রাষ্ট্রীয় দুর্নীতি, ভুলিয়ে দিবে জনগনের আমানতের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট, ভুলিয়ে দিবে হাওয়া ভবনের মিস্টার ১০%, ভুলিয়ে দিবে ফালু-হারিছ চৌধুরীদের বাগান বাড়ীতে সুন্দরবনের থাকা হরিণ, ভুলিয়ে দেবে ছাত্রলীগের/ ছাত্রদলের সন্ত্রাস। আরো এরকম শত শত ............।। মানুসের আবেগ নিয়ে এই নাটক করার সুযোগ এরা ছাড়বে কেন?
সতর্ক থাকুন। এবং

প্রশ্ন করুন, কেন যুদ্ধপরাধের বিচারের আইনে ফাক ফোকর রাখা হলো?
প্রশ্ন করুন, কেন রেপ, হত্যা প্রমাণিত হলেও ফাসি হলো না অথচ পলাতক রাজাকারের ফাসি হলো?
প্রশ্ন করুন, কেন বিডিআর পিলখানায় ৫৮ জন আর্মি অফিসারের ভয়াবহ হত্যাকান্ডের বিচারে কারো ফাসি হলো না?
প্রশ্ন করুন, কেন চিহ্নিত খুনি বিকাশ কে ছেড়ে দেওয়া হলো, উপরের নির্দেশে?
প্রশ্ন করুন, কেন ফাসির আসামীদের রাষ্ট্রপতি মাফ করে দিল?

আপনাকে জানাচ্ছি, শাহবাগ আন্দোলনের মূল হোতা ইমরানের (যার সাক্ষাত্কার আজ প্রথম আলোতে পড়েছেন) পরিচয় :
Bangladesh Awami League
Member, Publicity & Publication Sub Committee
2010

No comments:

Post a Comment

Thank You........ For your feedback

Free counters!

Search This Blog